প্রিয় সবুজ,
অপেক্ষায় আছি আমি,
তোমার প্রতিটি কণার মাঝে, উদ্দাম ছুটে চলার
তোমার বুকচেরা রূপালী জলে, জলকেলি খেলার,
বহুকাল ধরে তোমার চিঠির, আমি অপেক্ষায় আছি।
প্রিয় নীল,
অপেক্ষা করছি তোমার জন্য,
তোমার পাগল করে মোহনীয় মেঘমালার দেশে,
কখনো বা রিমঝিম বারিধারায়, নাচব হেসে হেসে,
কতকাল ধরে সেই স্বপ্ন ছোঁয়ার, দীর্ঘ অপেক্ষায় আছি।
প্রিয় লাল,
আমি অপেক্ষা করছি জানো?
কোথায় যেন নীলের তালকাটা, রক্তিম হতে হতে
না হওয়া উজ্জ্বল সাঁঝে, কখনো বা সমুদ্রের তটে
দিগন্ত ছাওয়া আক্রোশে, তোমার অবসানের মহাকাব্যে।
অথবা সফেদ ঊষার আকশটাকে আলতা পরানো রূপে,
আবার এক নাটকীয় প্রত্যাবর্তনের তরে পথ চেয়ে আছি।।
প্রিয় হলুদ,
আমি তোমার অপেক্ষাতেও থাকি;
তোমার নরম বুকের ভেতর হালকা মলীন ভাঁজ পরা
কিছু সুস্পষ্ট আঁকিবুঁকির ইন্দ্রজালের, হতাশা দূর করা
তিন টাকার পোস্টকার্ডে, হাজার কথামালার প্রতীক্ষায় থাকি।
প্রিয় রূপসী বাংলা,
আমি অধীর প্রতীক্ষায় আছি,
তুমি ফের দেখা দাও সেই চেনা রঙিন ক্যানভাসে
যেথা হাজারো রঙের ভিড়ে, লাখো প্রতীক্ষারা হাসে;
সেই রূপকথা গড়া পুনর্জন্মের, আমি অপেক্ষায় আছি।।
২৭ মে - ২০১৬
গল্প/কবিতা:
১২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪